আজকের শিরোনাম :

পাটগ্রামে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৩:২৯ | আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৩:৩৩

বাল্য বিয়ের আসর থেকে আটক করে শাকিল আহমেদ (২১) নামে এক বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শুক্রবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল করিম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শাকিল আহমেদ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলী জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটিবাড়ি এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবরের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল করিম। 

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই সরে পড়লে বর শাকিল আহমেদকে আটক করা হয়। বাল্য বিয়ের দায়ে বর শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

সাজাপ্রাপ্ত শাকিলকে আজ শনিবার সকালে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনছুর আলী।

এবিএন/আসাদুজ্জামান সাজ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ