ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১৭:২৪

ভূঞাপুর (টাঙ্গাইল), ০৪ জুন, এবিনিউজ : টাঙ্গাইলের ভূঞাপুরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় ফারুক (২০) নামের এক যুবককে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মো. কাশেমের ছেলে মো. ফারুখ।

 আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, স্কুলের এক ছাত্রীকে খারাপ ভাষায় কথা বলা ও বিভিন্নভাবে হয়রানি করায় তাকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দেয়ার পর ফারুককে টাঙ্গাইল কারাগারে প্রেরণ করা হয়েছে।

এবিএন/কামাল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ