আজকের শিরোনাম :

কয়রায় বিদ্যুৎ বিহীন অবস্থায় সরকারি অফিস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ২২:৪৪

২০ বছর আগে খুলনার সর্ব দক্ষিণের জনপদ কয়রা উপজেলা বিদ্যুৎ সংযোগের আওতার এলেও এখনো উপজেলার অনেকগুলো গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ফলে সরকারি অফিস সহ এলাকার মানুষের বিদ্যুৎ বিহীন অবস্থায় দিন পার করতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, দক্ষিন বেদকাশির মাটিয়াভাঙায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেষ্ট ষ্টেশনে আজো বিদ্যুৎ পৌঁছায়নি। অথচ এক দশক আগে পাশ্ববর্তী ঘড়িলাল বাজারে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎতের অভাবে সরকারি কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। কোবাদক ফরেষ্ট অফিসের ষ্টেশন কর্মকর্তাকে প্রায় সময় জেনারেটর চালিয়ে ল্যাপটপে কাজ করতে দেখা যায়।

বন বিভাগের খুলনা সার্কেলের স্মাট পেট্রোলিং টিমের কো-অর্ডিনেটর ষ্টেশন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, সুন্দরবন বিভাগের সকল তথ্য উপাত্ত, ডাটা সংরক্ষণ করতে সারাক্ষণ ল্যাপটপ ও নেটে কাজ করতে হয়। কিন্তু অফিসে বিদ্যুৎ সংযোগ না থাকায় কাজ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারি কাজে গতি আনতে জরুরী ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের দাবী করেন বন কর্মকর্তা।  

এ ব্যাপারে জানতে চাইলে খুলনা পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার বলেন, স্বল্প সময়ের মধ্যে দক্ষিণ বেদকাশির সবখানে বিদ্যুৎ লাইন স্থাপন করে সংযোগ দেয়া হবে।


এবিএন/শাহীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ