আজকের শিরোনাম :

হবিগঞ্জে প্রচন্ড গরমে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৫০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫০

হবিগঞ্জে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মাঝে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট। দিনে রাতে কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়া করে। শহরের বিভিন্ন এলাকায় লো-ভোল্টেজ নিত্যদিনের। এ অবস্থায় প্রচন্ড গরমের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মাঝে নানা রোগবালাই দেখা দিচ্ছে। গত কয়েক দিনে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জন সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, গত প্রায় ৫ দিন ধরে হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। এ অবস্থায় অসহনীয় গরমে নানা রোগবালাই দেখা দিচ্ছে। এ গরমে বিশুদ্ধ পানি পান না করার কারণেই ডায়রিয়াসহ এমন রোগবালাই দেখা দিচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত ১২ পর্যন্ত ১৫ জন শিশু ডায়রিয়া ও ১৬ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও নানান বয়সী আরও অন্তত ২০ জন এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিন সকাল থেকেই নানা বয়সী লোকজন এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভীর করে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, এমন অসহনীয় গরমে বিশুদ্ধ পানি পান না করার কারণে ডায়রিয়াসহ রোগবালাই হচ্ছে। গরমে সুস্থ থাকতে লেবুর শরবত, ডাবের পানি বেশি বেশি পান করার পরামর্শ দেন তিনি।
এদিকে প্রচন্ড গরম সত্ত্বেও হবিগঞ্জে প্রতিদিনই কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়া করে।

একেক বার ঘন্টা বা কয়েক ঘন্টাব্যাপী বিদ্যুৎ থাকেনা। আবার ঘন ঘন আসা যাওয়াও করে। এতে একদিকে যেমন বৈদ্যতিক যন্ত্রাংশ নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, অন্যদিকে তেমনি গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন সাধারণ মানুষ। এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভের শেষ নেই।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ