আজকের শিরোনাম :

কয়রায় নবযাত্রা প্রকল্পের সহায়তায় ১শ দরিদ্র পরিবারে পানির ট্যাংক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ২২:৪১

ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা কার্যক্রমের আওতায় ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহায়তায় উপজেলার ৭টি ইউনিয়নের হৃত দরিদ্র ১শ পরিবারের মাঝে ২ হাজার লিটার ধারণ ক্ষমতার ১শ পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদে রেইন ওয়াটার হার্ভেষ্টিং সিস্টেম বৃষ্টির পানি সংরক্ষণাগারের উদ্ধোধন করা হয়। কয়রা সদরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সরদার নাজমুচ্ছাদাত, নবযাত্রা প্রকল্পের ওয়াশ ইঞ্জিনিয়ার নিরেন্দ্রনাথ রায়, রেখা রাণী সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুরূপ উত্তর বেদকাশি ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নরুল ইসলাম কোম্পানি ও মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে হৃত দরিদ্রদের মধ্যে পানির ট্যাংক বিতরণ করেন।


এবিএন/শাহীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ