আজকের শিরোনাম :

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা পিয়াস হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১৫:৪৮

কুষ্টিয়া, ০৪ জুন, এবিনিউজ : কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা শাহরুখ খান ওরফে পিয়াস হত্যার মামলায় একজনকে ফাঁসির আদেশ এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত টুটুল হোসেন (৩৮) সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার কাশেম মোল্লার ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন ওই উপজেলার নলাহিনী ক্যানেলপাড়ার আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম ও জুগিয়া এলাকার মোশরফ হোসেন।

রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই বিকালে কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় নিজ বাড়ির সামনে পিয়াসকে গুলি করেন তিন যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।     এ ঘটনায় পিয়াসের বাবা কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের জুনে পুলিশ এ ৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ