আজকের শিরোনাম :

গাইবান্ধায় সততা স্টোর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ২২:১০

শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।  আজ বুধবার সকালে গাইবান্ধা জেলা দূর্ণীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সাহানা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, একটি সুন্দর, সৎ, সমৃদ্ধ এবং দূর্ণীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে এই প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরি করতে হবে। তাদের মধ্যে সততার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে দূর্ণীতি বলে কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না। ‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম।

নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দূর্ণীতি বিরোধী নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থী বিবেক জাগ্রত করা সততা স্টোরের সবচেয়ে বড় বিশেষত্ব। সততা স্টোরের বিক্রেতা নেই। এ দোকানের প্রকৃত বিক্রেতা হলো বিবেক ও সততা।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ