আজকের শিরোনাম :

তাড়াইলে মায়ের দুধের গুরুত্ব বিষয়ক কাউন্সিলিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ১৫:২৭

জাতীয় পুষ্টি সপ্তাহ- পালন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে মাতৃপুষ্টি ও মায়ের দুধের গুরুত্ব বিষয়ক কাউন্সিলিং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে,খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথাও ভাবুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসানের  সভাপতিত্বে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মায়েদের নিয়ে মাতৃপুষ্টি ও মায়ের দুধের গুরুত্ব বিষয়ক কাউন্সেলিং এবং উন্মুক্ত আলোচনা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডা.সাখাওয়াত হোসেন আগত মায়েদের উদ্দেশ্যে মায়েদের পুষ্টি ও মায়ের দুধের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাতৃপুষ্টি ও মায়ের দুধের গুরুত্ব বিষয়ক কাউন্সেলিং এবং উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন   উপজেলা  নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার নার্সেস সুপারভাইজার বিলকিস বেগম ও গণমাধ্যমের কর্মীবৃন্দ।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ