আজকের শিরোনাম :

দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১৯:১৯

পটুয়াখালীর দশমিনায় সারা দেশের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের নতুন ভবনে অনুষ্ঠব্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা.মো. গোলাম মোস্তফা।

বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রোকনুজ্জামান, ডা. অনিক মিত্র, ডা. ফয়সাল সানী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। দিবসটির এ বারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’।

নানান ধরনের অপুষ্টি হ্রাস করতে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনাতে সূচক ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০ শতাংশে উন্নীত করা, ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫ শতাংশ করা। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে এক শতাংশের নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ