আজকের শিরোনাম :

সিলেটে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা : লাপাত্তা স্বামী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৪৫

সিলেট নগরীর শেখঘাটে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা সুভাষ চন্দ্র চৌধুরী বাদি হয়ে সিলেট কতোয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, নগরীর শেখঘাট কলাপাড়ার একটি বাসা থেকে গৃহবধুর সাজনা চৌধুরীর মরদেহ উদ্ধার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে সাজনাকে হত্যা করা হয়েছে। তার স্বামী লক্ষণ পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে শেখঘাট কলাপাড়ার একটি বাসা থেকে গৃহবধু সাজনা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজনা চৌধুরী (২০) নেত্রকোণা জেলার মদন থানার কদমশ্্রী গ্রামের সুভাষ চন্দ্র চৌধুরীর মেয়ে। তার স্বামী লক্ষণ দাশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট সিটি করপোরেশনের গাড়িচালক পদে চাকরিরত। স্ত্রীকে নিয়ে কলাপাড়ার ফজলুল হকের বাসায় ভাড়া থাকতেন লক্ষণ।

 

এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ