আজকের শিরোনাম :

হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে : কবিতা খানম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, এবার হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের বয়স ১৮ তাদের নাম তালিকায় তোলা হবে। কোন মহিলার নাম যেন বাদ না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

 আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি জানান, এবার নাম অন্তর্ভুক্তির পাশাপাশি এবার মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মৃত্যু সনদ যাচাই করতে হবে।

কবিতা খানম বলেন, অনেক হিন্দু স¤প্রদায়ের মেয়েরা আছেন যারা বিয়ের আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান না। এবার এই বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।


এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ