বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১৫:৩৫

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপার্দ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল( সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সারর্জন কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

পুষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা জনগণের মাঝে স্বাস্থ্য বিয়ষক নানা তাৎপর্য তুলে ধরে জনগনকে স্বাস্থ্য বিষয়ের সচেতন করে গড়ে তুলার জন্য স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন ।

র‌্যালী ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল আলম, বান্দরবান জেলার সিভিল সার্জন ডা: অং শৈ প্রু মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ,সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সাসুইচিং মারমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।


এবিএন/আব্দুর রহিম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ