আজকের শিরোনাম :

আদমদীঘিতে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ ডাকাত গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ১৪:২০

বগুড়ার আদমদীঘির মুরইল-রায়কালী সড়কের বটতলী নামক স্থানে গত বৃহস্পতিবার রাতে দড়ির বেরিকেট দিয়ে  পথরোধ করে মারপিটে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রাজু আহম্মেদকে পুলিশ গ্রেফতার করেছে। রাজু আহম্মেদ  কাহালুর শিলকহর গ্রামের আব্দুর রহিম প্রামানিকের ছেলে। 

পুলিশ সুত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খসলাপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে গোলাম মওলাসহ (৫৩) তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে গত বৃহস্পতিবার রাতে মুরইল বাসস্ট্যান্ড থেকে বাড়ীতে যাওয়ার রওনা দেয়। 

মোটরসাইকেল নিয়ে মুরইল-রায়কালী রাস্তার বিনাহালী গ্রামের নিকট বরইতলী নামক স্থানে পৌছলে ডাকাতরা দড়ি র বেরিকেট দেয়। ওই তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গেলে ডাকাতরা তাদের গাছের সাথে বেধে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। 

এ ঘটনায় গোলাম মওলা বাদী হয়ে থানায় অজ্ঞাত নামা উল্লেখ করে মামলা দায়ের করেন। ওসি মনিরুল ইসলামের নেত্বতে গতকাল রবিবার অভিযান চালিয়ে  সোনাতলার বাউলাহাট থেকে মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত জেলা ডাকাত দলের সদস্য রাজুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।  

ওসি মনিরুল ইসলাম মোটরসাইকেল উদ্ধার কথা নিশ্চিত করেন।

এবিএন/আনোয়ার হোসাইন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ