আজকের শিরোনাম :

বোয়ালখালীতে মা-বোনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ১৩:২৯

বোয়ালখালীতে ‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’ শীর্ষক স্লোগানে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখা।

আজ ২২ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এতে বক্তারা বলেন, দৃষ্টান্তমূলক বিচারহীনতায় একশ্রেণীর নরপশু নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বলি হচ্ছেন নুসরাত জাহান রাফি, সেতু মন্ডল, মণিকা গোমেজসহ অসংখ্য মা-বোনেরা। তাই রাষ্ট্রকে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

এ সময় বক্তারা অপরাধীকে পশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত লালার সঞ্চালনায় মানববন্ধনে একাতত্বা প্রকাশ করে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বড়–য়া রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক নবজিৎ চৌধুরী রানা, ছাত্র-যুব ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সরোজ চৌধুরী, মিল্টন চৌধুরী, বিশুরাম বসু, নিপু দে, লোকনাথ সেবক সংঘ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক বিধান মোহরের, মিথুন চৌধুরী রণি, টিটন দে টিটু, জাগো হিন্দু পরিষদ বোয়ালখালী শাখার রিমন মালাকার, ক্লিটন নাথ জয়, রণি শীল, রবিন শীল, উজ্জ্বল ধর, রাধিকা দেবী, শিক্ষক চম্পা বিশ্বাস, উৎপল চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা অপু কুমার বৈদ্য, পিংকু কর, মিহির বিশ্বাস ও সাংবাদিক রাজু দে।

এবিএন/রাজু দে/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ