আজকের শিরোনাম :

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ১২:৩৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সুমন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া মাসুদ রানা নামে আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

নিহত সুমনের বাড়ি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে। মাসুদ রানাও বাড়িও একই গ্রামে।

জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হরিপুর সীমান্তের ৩৫৭ মেইন পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে অনুপ্রবেশ করলে  বসতপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে পারলেও মাসুদ ধরা পড়ে। আর গুলিতে সুমন নিহত হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী বলেন, এ ব্যাপারে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ ব্যাপারে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ