আজকের শিরোনাম :

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ১২:০৯

সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শমশেরনগর রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়ানো সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে ১ নম্বর লাইন অতিক্রম করে চলেছেন জমির আলী (৭০) নামের এক বৃদ্ধ। 

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। বৃদ্ধটি ১ নম্বর লাইন অতিক্রমকালে মুহূর্তের মধ্যেই ট্রেনটির ইঞ্জিনের সামনের রেলিং-এর আঘাতে মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই জমির আলীর মৃত্যু হয়। গতকাল রোববার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধ জমির আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের মৃত আরজান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ জমির আলী ১ নম্বর লাইন প্রায় অতিক্রম করছেন এ সময় দ্রুত গতিতে পারাবত ট্রেনটি এলাকা অতিক্রমকালে বৃদ্ধ সরে যাবার সময় পাননি। ট্রেনের ইঞ্জিনের বাম দিকের লোহার রেলিং (পাত) এর আঘাতে তিনি মাটিতে লুটে পড়েন। 

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই নিহতের স্বজনরা লাশটি নিয়ে বাড়ি নিয়ে গেছে।
 
এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ