আজকের শিরোনাম :

তাড়াইলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ১৫:০১

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে রাষ্ট্রীয়ভাবে একযোগে পালিত হবে জাতীয় পুষ্টি সপ্তাহ । 

উক্ত পুষ্টি সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে আজ রবিবার  সকাল ১১টার দিকে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু'র সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, উপজেলা এলজিইডির জাইকা প্রতিনিধি সুচন্দা রানী পাল, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক শহীদুল ইসলাম, স্বনির্ভর বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর সালমা আক্তার, এনজিও আশা প্রতিনিধি প্রদীপ কুমার পাল, গণমাধ্যম কর্মী  মুকুট দাস মধু প্রমূখ।

পুষ্টি সেবা সপ্তাহ  উপলক্ষে আগামী  ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিনের বিষয়ভিত্তিক অনুষ্ঠান যথাসময়ে সঠিকভাবে অনুষ্ঠিত করার জন্য উপস্থিত সকলকে অবহিত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও পুষ্টি সেবা সপ্তাহের সদস্য সচিব ডা. মোহাম্মদ ওমর খসরু।

এবিএন/মো.সুমন মিয়া/গালিব/জসি

এই বিভাগের আরো সংবাদ