আজকের শিরোনাম :

গাইবান্ধা কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ২২:৪১

মাস্টার্সে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা।  আজ শনিবার সকাল থেকে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট ভবনে তালা লাগিয়ে সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এইচএসসি পরীক্ষা যথারিতি চলছে।

আন্দলনরত শিক্ষার্থীরা জানায়, গাইবান্ধা কলেজে অনার্সের সংখ্যা থেকে মাস্টার্সে আসন সংখ্যা অনেক কম। ফলে এ কলেজ থেকে অনার্স পাশ করে অনেক শিক্ষার্থী আসন সংখ্যার অভাবে মাস্টার্স করতে পারছে না। এ ব্যাপারে দীর্ঘদিন থেকে কলেজ প্রশাসন আশ্বাস দিয়ে আসলেও এখনও আসন সংখ্যা বৃদ্ধি না করায় শনিবার শিক্ষার্থীরা সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আন্দলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। অনার্সে যে পরিমাণ আসন রয়েছে ঠিক সেই পরিমাণ মাস্টার্সের আসন নেই। আসন সংখ্যা বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এবিএন/আরিফ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ