আজকের শিরোনাম :

বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ২২:১৩

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার তক্তপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্থায়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতাউর রহমান, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বীর মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মজিদ, রফিকুল ইসলাম, সাহার আলী, ইয়াচিন আলী, মকবুল হোসেন, সোলাইমান আলী হিরু, সুনীল কুমার, চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, ঠিকাদার ফজলুর রহমান তারেক সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান নাটোর বনপাড়ার মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। উক্ত কমপ্লেক্স নির্মাণ করতে ব্যয় হবে ২ কোটি ৫৭ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা। কাজটি বাস্তাবায়ন করছেন এলজিইডি রাজশাহী।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ