আজকের শিরোনাম :

দশমিনায় ডায়রিয়ার প্রকোপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ২১:৪০

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মিশ্র আবহাওয়ার কারনে ব্যভপক হারে হঠাৎ ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধাদের সংখ্যা বেশি। প্রচন্ড গরম ও রাত শেষে ঠান্ডা আবহাওয়া বিরাজ করায় ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে।

উপজেলার  ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় দেড় শতাধিক। বেড ছাড়া ফ্লোর কিংবা বারান্দায় দিয়েও রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

হাসপাতালের ডাক্তার নার্সরা চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই রোগী হওয়ার উপক্রম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা বলেন, প্রচুর রোগী ভর্তি হওয়ায় হিমশিম খেলেও সেবায় কোন ঘার্তি নেই। এখন পর্যন্ত ওষুধের সংকট দেখা দেয়নি।

এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ