আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ১৬:১৩

খরিফ-১/২০১৯-২০ মৌসুমে আউশ আবাদ প্রণোদনা কর্মসুচির আওতায় উফশী আউশ আবাদী ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

 শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

পরে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের ২৫০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ১৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ