আজকের শিরোনাম :

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম বিকৃত করে লেখায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১৯:৫৩

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বিকৃত করে লেখা এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস, যথাযথ মর্যাদায় পালন না করার অভিযোগে আদালতে ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং সি আর- ৪৬/১৯ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বম্ভরপুর জোন আদালত।

আসামীরা হলো- রতারগাও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও সম্পাদক মহসিন আহমদ ইয়াসীন, সে  রতারগাও গ্রামের মৃত আব্দুল হাশিমে ছেলে, মথুর কান্দি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে রতারগাওঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, এবং বাঘভের বাজার গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে রতারগাঁও উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আলমগীর হোসেন(২৭)।  

তিনজনকে আসামী করে মামলাটি দায়ের করেন সিলেট জেলার শাহপরান থানার সৈয়দানিবাগের বাসিন্দা মৃত আরজু মিয়ার ছেলে এস এম হুমায়ূন কবির।  উক্ত মামলাটি তদন্ত করে বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বম্ভরপুর থানা প্রতিবেদন দাখিল করার জন্য আদালত নির্দেশ দেন বলে জানা যায়।
 
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ