আজকের শিরোনাম :

ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ঘরবাড়ী ভস্মিভূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১১:১৬

পিরোজপুরের ইন্দুরকানীতে একটি বসতঘরে অগ্নিকান্ডে ঘরের মালামালসহ নগদ সাড়ে ৭ লাখ টাকা পুড়ে ছাঁই হয়ে গেছে। 

গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারন মধুমালা গ্রামের আশ্রাফ আলী ফরাজীর বসতঘরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘরে গ্যাসের দুটি সিলিন্ডার থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘন্টাখানেক চেস্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

অগ্নিকান্ডে জমি রেজিস্ট্রি করার জন্য ঘরে রাখা নগদ সাড়ে ৭ লাখ টাকা, টিভি, ফিরিজ, ফার্নিচার, জমির দলিল পত্র ও অন্যান্য আসবাব পত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ১০/১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির গৃহকর্তা আশ্রাফ আলী। 

ঘটনার পর সকালে নব-নির্বাচিত ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমান রহমান, ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা, ও দিলরুবা মিলন ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল জনান, আশ্রাফ আলী ফরাজীর বসতঘরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়।

এবিএন/সিরাজুল ইসলাম টিটু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ