আজকের শিরোনাম :

ময়মনসিংহে ভ্রাম্যমান অভিযানে প্রাইভেট হাসপাতাল সিলগালা ও জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১০:৪২

ময়মনসিংহে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক প্রাইভেট হাসপাতাল সিলগালা ও অপর একটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে ।

নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের পরশ (প্রা:) হাসপাতালে কোন প্রকার অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়। 

এ ছাড়াও চরপাড়া এলাকা আলকেমি হাসপাতালে অনুমোদনবিহীন অতিরিক্ত বিছানা, পর্যাপ্ত ডিউটি ডাক্তার না থাকা, মেয়াদ উত্তীর্ন ঔষধ ও অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় ভোক্তা অধিকার সংরক্ষল আইনের ৫১ ও ৫৩ ধারা অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রকিবুল হাসান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাঈদুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ সময় ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মোখলেছুর রহমান মানিক ও আর্মস পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিএন/মো: মঈন উদ্দিন রায়হান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ