আজকের শিরোনাম :

বড়াইগ্রামে নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনা শারমিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪৩

দীর্ঘ প্রায় ৮ মাস শূণ্য থাকার পর নাটোরের বড়াইগ্রামে নতুন সহকারী কমিশনার (ভূমি) পদে মোহাইমিনা শারমিন যোগদান করলেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিজিৎ বসাক বদলী জনিত করনে ঢাকায় চলে গেলে পদটি শূণ্য হয়। এরপর থেকে বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ অতিরিক্ত দায়িত্ব হিসাবে সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করে আসছিলেন।  আজ বৃহস্পতিবার দুপুরে ইউএনও আনোয়ার পারভেজ নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনা শারমিনকে বরণ ও দায়িত্ব হস্তান্তর করেন।

মোহাইমিনা শারমিন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ঊঊঊ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জণ করে বিসিএস ৩৪তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে ২০১৬ সালে নীলফামারী কালেক্টরেটে চাকুরী জীবন শুরু করেন। এরপর ২০১৮ সাথে নাটোর কালেক্টরেটে আরডিসি হিসবে কর্মরত ছিলেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বড়াইগ্রামে যোগদান করলেন।  ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, স্বামী আবু হাসান একই ব্যাচের কর্মকর্তা এবং বর্তমানে নাটোর সদর উপজেলার সহকারী কমিশানর (ভূমি) হিসেবে কর্মরত আছেন। ষোল মাস বয়সী  রিশা নামে এক কণ্যা সন্তান রয়েছে এই দম্পতির।

 এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ