আজকের শিরোনাম :

নাসিরনগরে তক্ষকসাপসহ গ্রেপ্তার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ১৪:০৪

কোটিপতি হওয়ার লোভে বন্যপ্রাণী তক্ষক ক্রয় করে বিক্রি করতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে। 

ঘটনাটি ঘটেছে আজ ১৮ এপ্রিল ২০১৯  রোজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড়ে।  

ধৃত আসামি ধনকুড়া গ্রামের ঝারু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪৫), জানায় সে ভারত সীমান্ত থেকে ৭৫ হাজার টাকার বিনিময়ে দুইটি তক্ষক ক্রয় করে। পরে তার হাতে পৌছার পর একটি দেখতে পায়। তক্ষকটি নিয়ে কোটি টাকা বিক্রির জন্য ঢাকার এক শিল্পীপতির  উদ্দেশ্যে রওয়ানা দিলে পুলিশের হাতে সে গ্রেফতার হয়। 

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের এ,এস আই ও মামলার বাদী রিপন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আঙ্গুরকে কলেজ মোড় থেকে একটি বন্যপ্রাণী তক্ষক সহ গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৫/৪১ ধারা মামলা দিয়ে আঙ্গুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এবিএন/মোঃ আব্দুল হান্নান/গালিব/জসিম

 
 

এই বিভাগের আরো সংবাদ