আজকের শিরোনাম :

নন্দীগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্।

এরপূর্বে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুশিদুল হক প্রমুখ।

খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে বিঘা প্রতি পাঁচ কেজি বীজ, ডিএপি সার ১৫ কেজি এবং এমও পি সার ১০ কেজি বিনামূল্যে বিতরণ করা হয়।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ