আজকের শিরোনাম :

পীরগঞ্জে স্মৃতি স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ১৫:০২

শহীদদের স্মৃতি রক্ষায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তেতুলতলায় ভাতারমারী এলাকায় আনুষ্ঠানিকভাবে স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১২টায় শহীদ ডা. সুজাউদ্দিন এর স্ত্রী তাহেরা বেগম ও শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী আনোয়রা বেগম এই স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন। 

পরে উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ইমদাদুল হক, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী, খনগাঁও ইউপি চেয়ারম্যাল কাউছার আলী ডাব্লু, শহীদ পরিবারের সন্তান বদরুল হুদা, আসাদুজামান আসাদ, লাকী  প্রমূখ। 

এ সময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ ৭১’র এই দিনে তৎকালীন পীরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ডা. সুজাউদ্দিনসহ ৭ জনকে পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে সেখানে ব্রাশ ফায়ারে হত্যা করে। এরপর থেকে দিনটিকে পীরগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিভ/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ