সাঘাটায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ১৩:১৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আউশ চাষাবাদের জন্য কৃষি প্রনোদনা প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নের ৫শ ৯২ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং অফিসার মোঃ শওকত ওসমান সার বীজ বিতরণের উদ্বোধন করেন। 

এ সময় সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মুবিনুজ্জামান চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক আলী, তমা বেগম, আব্দুল মওলা, দেবাশিষ উপস্থিত ছিলেন। ওই দিন ধান কাটা, মাড়াই ও প্যাকেটজাত করণের জন্য ৩টি কম্বাইন্ড হারভেষ্ট মেশিন বিতরণের উদ্বোধন করা হয়।  

এবিএন/আসাদ খন্দকার/গালিব/জসিম 


 

এই বিভাগের আরো সংবাদ