আজকের শিরোনাম :

তালায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ১৬:১৬

সাতক্ষীরার তালায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৬-২০ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীনের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,

পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, সাস পরিচালক শেখ ইমান আলী, আরএমও ডা: রাজীব সরদার, মেডিকেল অফিসার ডা: রওশন দায়েমী, অফিস প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমানম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ। এরআগে প্রধান অতিথি স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রামে থেকে মানুষকে চিকিৎসা প্রদানে উৎসাহিত করতে সরকার নিরলস প্রয়াস চালাচ্ছে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করতে হবে। আমরা চাই, চিকিৎসকরা  গ্রামে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন। স্বাস্থ্যখাতে সব ধরনের দুর্নীতি বা অনিয়ম রোধে বদ্ধপরিকর থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।


এবিএন/সেলিম হায়দার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ