আজকের শিরোনাম :

আদমদীঘিতে চরক মেলা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১৩:৩২

পঞ্জিকা মতে সনাতন ধর্মের রীতি অনুযায়ী চৈত্র সংক্রান্তির শেষ দিনে পিঠে বরশি ফুটিয়ে চরক ঘুরিয়ে পূর্ব পুরুষদের নিয়ম মেনে আসছে। 

প্রত্যেক বছরের মতো গতকাল রবিবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামে এই চড়ক ঘুরানো ও ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। 

সনাতন ধর্মের পঞ্জিকা মতে বাংলা বছরের চৈত্র মাসের সমাপনী চৈত্র সংক্রান্তি বলে। পূর্ব পুরুষদের রীতি অনুসারে আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের সনাতন সম্প্রদায় প্রায় ৭শত বছর পূর্ব থেকে চৈত্র সংক্রান্তিতে মানুষের পিঠে বরশি ফুটিয়ে চড়ক ঘুরিয়ে আসছে। এই চরক ঘোড়ানো এক নজর দেখার জন্য বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মের হাজার হাজার নারী পুরুষ  উপস্থিত হয়। 

এবিএন/আনোয়ার হোসাইন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ