আজকের শিরোনাম :

বান্দরবানে মৃদু ভূমিকম্প অনুভূত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১২:১১

বান্দরবান পার্বত্য জেলা শহর এবং আশেপাশের উপজেলাগুলোতে আজ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে শত শত মানুষ অজানা শঙ্কায় পতিত হয়।

সোমবার (১৫ এপ্রিল) সকালে কয়েক সেকেন্ডর স্থায়ী এ ভূমিকম্পের সময় পাকা দালানগুলো কেপেঁ ওঠে এবং জন-মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েন। ভূমিকম্পের সময় পুকুর ও খালের পানি কয়েকফুট উঁচুতে লাফ দেয়। পাহাড়ী জেলা বান্দরবান শহর ছাড়াও আশেপাশের উপজেলাগুলোতেও একই সময়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। 

বান্দরবানের জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে সাকাল ৭টা ৪০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ তবে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় ভূমিকম্পে কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ জেলায় সোমবার সকালে অনুভূত মৃদু ভূমিকম্পসহ গত ১০ বছরে ১৫ দফা ভূমিকম্প অনুভূত হল।

এবিএন/বান্দরবান প্রতিনিধি/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ