আজকের শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলা নববর্ষ উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১৬:০৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৪ এপ্রিল২০১৯ রোজ রবিবার বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়। বর্ষবরণ উপলক্ষে ১ লা বৈশাখ সকাল সাড়ে নয় ঘটিকার সময় নাসিরনগর স্হানীয় অফিসার্স ক্লাবে পান্তা ইলিশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ১০ ঘটিকায় নববর্র্র্র্র্ষের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা র‌্যালী বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  ভবনে শেষ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন , ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয ২৪৩ আসনের মাননীয় সাংসদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ সাইফুল কবির, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. রাফি উদ্দিন আহমদ, অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান, নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার

তাছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপক, নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধার শিক্ষক, সহকারি শিক্ষক, ছাত্র/ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনসাধারন।

সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়াও নাসিরনগর উপজেলার  বিভিন্ন  সামাজিক , সাংস্কুতিক সংগঠন  ও বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথক, পৃথক বাংলা নববর্ষ ১৪২৬ পালন করে।


এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ