দুর্গাপুরে চড়ক পূঁজা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১৫:৩০

জেলার দুর্গাপুর পৌর শহরে স্থানীয় দশভুজা বাড়ি মন্দির প্রাঙ্গনে ঋষি সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বারও চড়ক পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

চড়ক পূঁজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের লোকজন হর-পার্বতী সহ বিভিন্ন দেবতার সাজে প্রায় ১৫ দিন আগ থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধর্মীয় নৃত্য ও গান পরিবেশন করে চড়ক পূঁজার প্রচার করে থাকে।

ঋষি সম্প্রদায়ের দেবর্ষী শচীন্দ্র ঋষি ও সন্যাসী হরিমহন ঋষি জানান, এই চড়ক পূঁজার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। চড়ক পূঁজা দেখতে নেত্রকোনা জেলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ