আজকের শিরোনাম :

সাপাহারে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১২:১৫

নওগাঁর সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ-১৪২৬ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি নাচ-গান, হাসি-আনন্দে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আবহমান গ্রাম বাংলার সেই গরুর গাড়ী, ঘোড়া, ঘুড়িসহ রংবেরং এর ফেস্টুন মঙ্গল শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে।
 
মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ ওমর আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুল হক মাস্টার, কৃষি অফিসার মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম প্রমূখ। 

এ সময় সেখানে বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এবিএন/নয়ন বাবু/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ