আজকের শিরোনাম :

হবিগঞ্জে খোয়াই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ২২:৫৩

হবিগঞ্জে খোয়াই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে খোয়াই নদীর বাঁধের শহর অংশের চৌধুরী বাজার এম সাইফুর রহমান ব্রিজ থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।  অভিযানে মোট ১১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুর রহমান।

তিনি জানান, এ অভিযান চলমান থাকবে। নদীর কোন তীরই দখল করে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবেনা। যত অবৈধ স্থাপনা আছে সবগুলোই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড এ অভিযান চালায়।

এদিকে খোয়াই রিভার ওটারকিপার তোফাজ্জল সোহেল নদীর উচ্ছেদকৃত অংশের সীমানা নির্ধারণ করে পিলার দেয়ার দাবি জানান। তিনি বলেন, নদী তীরের সব অবৈধ স্থাপনাই যেন উচ্ছেদ করা হয়।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ