আজকের শিরোনাম :

জলঢাকায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১৬:১৯

নীলফামারীর জলঢাকায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত ৩ তলা ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা নির্মান কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোঃ সোহেল(অবঃ) বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে  মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ ফাউন্ডেশনের ৩ তালা ভবনরে ভিত্তি প্রস্তর স্থাপন করেন অতিথিবৃন্দ।


এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ