আজকের শিরোনাম :

সাপাহারে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন খাদ্যমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ১৭:০৩

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪-তলা ভীত বিশিষ্ট ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

ভিত্তি প্রস্তর স্থাপনের পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী)। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।

এ সময় সেখানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ