আজকের শিরোনাম :

উলিপুরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১৯:৫১

কুড়িগ্রামের উলিপুরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠোমো উন্নয়ন (আরডিআরআইআইপি-২) প্রকল্পের উপজেলার কেসি রোড থেকে নতুন অনন্তপুর হাট, অগ্রাধীকার ভিত্তিতে গুরুত্বপুর্ন গ্রামীন অবকাঠোমো উন্নয়ন প্রকল্পের জনতার হাট থেকে বুড়াবুড়ি হাট এবং কেসি রোড (মালতীবাড়ী মোড়) থেকে হবির বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ৩টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টিভ), উপজেলা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগেরসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহিনুর আলমগীর সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক 

এই বিভাগের আরো সংবাদ