আজকের শিরোনাম :

ডোমারে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১৮:২৫

জেলার ডোমারে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক দুইদিন ব্যাপি সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ডোমার ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বাস্তবায়নে ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে স্থানীয় সরকার, নীলফামারীর  উপ-পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আহসান হাবীব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সালমা আহমেদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোশারফ হোসেন এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/রাজ্জাক    

এই বিভাগের আরো সংবাদ