আজকের শিরোনাম :

জামালগঞ্জে ভিজিডি কর্মসূচীর আওতায় চাউল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ২২:৩৫

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ সালের ৩৬৫ জন সুবিধাভোগী ভিজিডি কার্ডধারীদের মাঝে ১৫১ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।  আজ বুধবার বেলা বারটায় ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহ্মুদ তালুকদার (সাজিব), ইউপি সচিব নুরুল আমিন, ইউপি সদস্য গোলাম হোসেন, শহীদুল ইসলাম (সুহেল), নজির হোসেন, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, ইমামুল হক, নিরেশ চন্দ্র দে, জামিলা বেগম, কল্পনা আক্তার, গোলছেরা বেগম প্রমুখ। ভিজিডি চাল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, বাল্যবিবাহকে না বলুন এবং বাল্যবিাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ