ফরিদপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ১৪:৫৭

ফরিদপুরের অবহেলিত জনপদ ডিক্রিরচর ইউনিয়নের ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব ফরিদপুরের আসিসি ভিলেজ প্রজেক্টটে।

আজ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান ডা. এনামুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ার পিপি রোটারীয়ান ডা. এম এ জলিল, রোটারীয়ান নাজমা আক্তার, রোটারীয়ান গোলাম রব্বানী ভূইয়া রতণ, ফাস্টলেডী রোটারীয়ার শামসুন্নাহার পপি, রোটারীয়ান মাহমুদুল হাসান মন্টু, রোটারীয়ান ডা. সালাউদ্দিন আহমেদ দিলিপ, রোটারীয়ান মানব সাহা, সৈয়দ তনু, বিদ্যারয়ের প্রধান শিক্ষক নিশাদ রব্বানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।

রোটারী ক্লাব অব ফরিদপুর আরসিসি প্রজেক্টের মাধ্যমে ডিক্রিরচর সরকারি প্রাথমিক দ্যিালয়ের ১৫৩ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেক শিক্ষার্থীকে পেন ২টি, পেনসিল ২টি, সাপনার ১টি, ইরেজার ১টি, স্কেল ১টি, সাবান ১টি, নেইল কাটার ১টি, ব্রাশ ১টি, চকলেট, খাতা ২টি ও ১টি ক্লিয়ার ফাইল। 

প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা নিয়ে বক্তব্য রোটারিয়ান ডা. এনামুল হক ও রোটারীয়ান ডা. এম এ জলিল।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ