আজকের শিরোনাম :

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ২০:২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ হাজার ৬ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

চলতি খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্, পৌরমেয়র কশিরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সাওয়ার, কৃষি সম্প্রসারণ অফিসার লায়লা আরজুমান বেগম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস জানান, উপজেলার ১ হাজার ৬ শত ৫০ জন কৃষকে মাঝে ৫ কেজি করে উফশী ধান বীজ, ১৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
                                              
 এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ