আজকের শিরোনাম :

শরীয়তপুরে খাদে পড়া ট্রাকের নিচ থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ১০:৪৯ | আপডেট : ০৩ জুন ২০১৮, ১০:৫৩

শরীয়তপুর, ০৩ জুন, এবিনিউজ : শরীয়তপুরের আটংয়ে খাদে পড়ে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে ৩ কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করতে সক্ষম হন। 

এ ঘটনায় আরও ৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত শ্রমিকরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামের রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ট্রাকের নিচ থেকে কাদা সরিয়ে প্রথমে নাইমুলের এবং পরে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।

শনিবার রাত ১০টার দিকে শরীয়তপুরের আটংয়ে সাতক্ষীরাগামী একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকটিতে ১২ জন শ্রমিক ছিলেন। এদের মধ্যে রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী ট্রাকের নিচে চাপা পড়েন। আর আব্দুল হামেদ, মহসিন, ইসমাইল, রবিউল গাজী ও আব্দুল মালেক আহত হন।

আহত ও নিহত শ্রমিকদের সবার বাড়ি সাতক্ষীরার কাকবসিয়া গ্রামে। তারা ধানকাটা শ্রমিক হিসেবে শরীয়তপুরে এসেছিলেন। ধান কাটা শেষে নিজেদের মজুরি হিসেবে প্রাপ্য ধান নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ