আজকের শিরোনাম :

যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১১:৩১

যশোরে রিপা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সোমবার রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা বাঁওড়ের ধারে বাগানের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিপা খাতুন একই গ্রামের ইমরান হোসেনের স্ত্রী এবং ঝিকরগাছা উপজেলার বিষহরি গ্রামের মুসার মেয়ে।

রিপা খাতুনের চাচি খুকু বেগম বলেন, ১০-১২ বছর আগে আমার ভাসুরের মেয়ে রিপার সঙ্গে ইমরানের বিয়ে হয়। রিফাত নামে তাদের ৭ বছরের একটি ছেলে আছে। জামাই আগে বেশ ভালোই ছিল। সে ট্রাক চালানো শুরু করার পর স্বভাব-চরিত্র খারাপ হয়ে যায়। তাকে নিয়ে অনেক কথা শুনি। দিন দশেক আগে ইমরান একটি মেয়েকে বিয়ে করেছে। এই নিয়ে ইমরানের সঙ্গে রিপার বিরোধ চলছিল বলে আমি গ্রামবাসীর কাছে শুনেছি। গত রাতে ইমরান রিপাকে বাড়ির মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পরে ওই রাতে বাড়ির পাশে বাঁওড়ের কান্দায় ধানক্ষেতের মধ্যে ফেলে আসে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘গলায় ওড়না পেঁচানো উপুড় করা অবস্থায় মরদেহটি পেয়েছি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে- এটা নিশ্চিত। নিহতের স্বামী ইমরান পুলিশ আসার আগেই গা-ঢাকা দিয়েছে। খবর আছে, সে সারা দিনই বাড়ির আশপাশে ছিল। সন্দেহ করা হচ্ছে, স্বামী ইমরান এই হত্যাকাণ্ডে জড়িত। তার পরও পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

রিপার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ