গলাচিপায় জেলেদের জালে ৮ মণ ওজনের ডলফিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১১:০২

পটুয়াখালীর গলাচিপার চরকাজলে বুড়াগৌড়াঙ্গ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৮ মণ ওজনের একটি ডলফিন। 

গতকাল সোমবার সকালে জেলেদের ইলিশ ধরার জালে ডলফিনটি ধরা পড়ে। জেলেরা উপকূলে ফিরে এলে অসংখ্য মানুষ ভিড় জমায় এটি দেখার জন্য। চরকাজলের জেলে খলিল প্যাদার ইলিশার জালে এ মাছটি ধরা পড়ে। 

এ ব্যাপারে জেলে খলিল প্যাদা জানান, মাছ ধরা এ পর্যন্ত এ নদীতে এত বড় ডলফিন জালে আটকা পরেনি।

গলাচিপা বাজারের প্রবীণ মৎস্য আড়তদার রহিম দালাল বলেন, এত বড় সাইজের ডলফিন গত কয়েক বছরেও তিনি দেখেননি। বাজারে ডলফিন মাছটির দাম হাঁকা হয়েছে ৩০ হাজার টাকা। তবে বেশি দাম পেতে ঢাকার উদ্দেশে চালান করা হবে।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ