আজকের শিরোনাম :

সান্তাহারে সাংবাদিকের সাথে প্লাবনভূমি কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ১৫:১৮

স্বাদু পানিতে শামুক, ঝিনুক সংরক্ষণ ও পোনা উৎপাদন ও চাষ উপলক্ষে আদমদীঘির সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লাবনভূমি উপকেন্দ্রের কর্মকর্তার আয়েজনে আজ সোমবার প্লাবনভূমি চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্লাবনভূমি উপকেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. ডেভিট রিন্টু দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, গবেষণা সহকারী আব্দুল গফুর, সাংবাদিক গোলাম অম্বিয়া লুলু, বেনজির রহমান, হারেজুজ্জামান, মুহ্জুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, সাগর খান, মুনছুর রহমান, লিটন ও মোত্তালিব (মতি) প্রমূখ। 

এবিএন/আনোয়ার হোসাইন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ