আজকের শিরোনাম :

জেলের জালে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ১১:৩১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের কাছে দুধকুমার নদে রবিবার সকালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ। মাছটি পরে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয়রা বলছেন, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ দুধকুমার নদে ধরা পড়ল। মাছটি দেখতে নদের তীরে উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছটি কেটে ১১শ টাকা কেজি ধরে বিক্রি করেন জেলেরা। 

জেলে রফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে সোনাহাট ব্রিজের কাছে দুধকুমার নদে আমরা জাল ফেলি। কিছুক্ষণ পরেই জালে বড় ধরনের ঝাঁকি দেয়। এর পর ৩-৪ মিলে কয়েক ঘণ্টায়ও মাছটি তুলতে না পারায় স্থানীয়দের সহায়তা নেওয়া হয়। পরে জালসহ মাছটি তীরে নিয়ে আসা হয়।  

তিনি আরও জানান, নদের পূর্বপাড়ের ঘাটপাড় বাজারে মাছটি বিক্রির উদ্দেশ্যে কাটা হয়। প্রতি কেজি মাছ ১১শ টাকায় চোখের পলকেই বিক্রি হয়ে যায়। 

ক্রেতা আব্দুর রাজ্জাক ও মিলন মিয়া জানান, দাম একটু বেশি হলেও বিশাল মাছটি ভাগে কিনতে পেরে তারা খুশি।

এদিকে অনেকে আবার মাছ কিনতে এসে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।

ভুরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম জানান, বাঘাইড় মাছ ক্যাট ফিস প্রজাতির মিঠা পানির মাছ। এটি ১২০ কেজি পর্যন্ত হয়ে থাকে। কুড়িগ্রামের দুধকুমার, গঙ্গাধর এবং ব্রহ্মপুত্র নদে এ মাছের দেখা মেলে। তবে এ মাছটি এখন বিলুপ্ত প্রায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ