আজকের শিরোনাম :

তাড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ১৭:৩০

‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে  উদযাপন করা  হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আজ রবিবার সকাল ১০ টার দিকে কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে  উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর ফারুকের সভাপতিত্বে অনুুুুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান,জুনিয়র কনসানটেন্ট  (শিশু) ডা.সাখাওয়াত হোসেন,ডা.ফিরোজ মিয়া,ডা.জিনাত রায়হানা, উপজেলা নিরাপদ  খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার   প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও স্বনির্ভর বাংলাদেশ,আশা,ব্র্যাকসহ স্থানীয় এনজিও প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ