আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১৯:১২

গাইবান্ধার গোন্দিগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করেছে গ্রামাবাসী।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় আগপাড়া গ্রামের মৃত মছির উদ্দিনের পুত্র আব্দুল জলিলের সাথে একই গ্রামের মৃত সানোয়ার হোসেনের পুত্র সাবেক ইউপি সদস্য ফুল মিয়ার দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত রোববার বিকেলে আব্দুল জলিলের পুত্রবধূ আলেয়া (১৯) কে মারপিট করে প্রতিপক্ষের লোকজন।  এ নিয়ে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

এ অবস্থায় সোমবার রাতে আবারও প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে জলিলের বসত বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও এলোপাথারী মারপিট করে বলে অভিযোগ পাওয়া গেছে।  এসময় আব্দুল জলিলের পুত্র ফজলুল হক (৪৪) গুরুতর আহত হয়। গ্রামবাসীরা আহত ফজলুল হককে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অন্যদিকে, ফুল মিয়া মেম্বরের পক্ষের লোকজন ঘটনাটি মিথ্যা বলে দাবী করেছে। আবারও সংঘর্ষের আশংকায় গ্রামটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ